কলকাতা: রবিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ক্যাম্পাসে ফের নেশাগ্রস্ত একদল ছাত্রের দাপটে আহত হয়েছেন একজন পড়ুয়া। খবর, বিশ্ববিদ্যালয়ের মাঠে বন্ধুদের জন্মদিন পালন চলছিল। এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির নেশাগ্রস্ত ছাত্ররা উপস্থিত ছিলেন বলে অভিযোগ। খোঁজকার্যে গিয়ে সাহায্য করতে আসা কয়েক জনকে তারা বাধা দেন। এক সিনিয়র ছাত্রকে আঘাত করা হয় হাতের বালা দিয়ে, পরে মাটিতে ফেলে মারধর করা হয়।
আহত সিনিয়রের নাম রাজীব হালদার; মাথায় তিনটি সেলাই পড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের বিষয়টি তদারকি করবেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। রেজিস্ট্রার ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার নিরাপত্তা সংক্রান্ত একটি জরুরি বৈঠক ডাকা হবে।
আরও পড়ুন: রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, পুজোর আগেই কি দুর্যোগ কাটবে
শিক্ষক-সংগঠন ও ছাত্র সংগঠনগুলোর দাবি, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য নেশাচক্রের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নিতে হবে। ক্যাম্পাসে বহিরাগতদের যাতায়াত নিয়ন্ত্রণ এবং নেশার সামগ্রী প্রবেশ বন্ধ করারও জোর দাবি উঠেছে। পাশাপাশি, ক্যাম্পাসে সিসিটিভি নজরদারি জোরদার করার কথাও উঠে এসেছে।
অভিভাবক মহলের উদ্বেগ, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্রমশ শিক্ষার বদলে ভয় ও অস্থিরতায় ভরে যাচ্ছে। পড়ুয়ারা সুরক্ষিত না হলে পড়াশোনা চালানো কঠিন হবে বলেই মত তাঁদের। ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হলেও তাঁরা প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন।
দেখুন আরও খবর: